মাগুরা: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাগুরার সদর উপজেলায় জয়নাল শরীফ (৫৩) নামে এক ব্যক্তি মারা গেছেন। এ নিয়ে ডেঙ্গু জ্বরে মাগুরায় দুইজন মারা গেলেন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার নরসিংহাটি গ্রামে নিজের বাড়িতে তিনি মারা যান। জয়নাল ঢাকায় একটি বেসরকারি সিকিউরিটি সার্ভিস কোম্পানিতে চাকরি করতেন।
জয়নালের জামাতা ইউনুস আলী জানান, গত ৭ আগস্ট জয়নাল ঢাকায় অসুস্থ হয়ে পড়েন। রক্ত পরীক্ষা করিয়ে ৯ আগস্ট জানা যায় তার ডেঙ্গু হয়েছে। এর মধ্যে ঈদের ছুটিতে বাড়ি চলে আসেন তিনি। পরদিন (১০ আগস্ট) তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ওইদিন জয়নালকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানান, জয়নালের শারীরিক অবস্থা এতটাই খারাপ সেখানে চিকিৎসা দেওয়া ঝুঁকিপূর্ণ। উন্নত চিকিৎসার জন্য তারা জয়নালকে ঢাকায় নেওয়ার পরামর্শও দেন। তবে আর্থিক প্রস্তুতি না থাকায় পরিবারের সদস্যরা গতকাল (বুধবার) তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়— জানান ইউনুস আলী।
মাগুরার সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত হয়ে জয়নাল শরীফ ১০ আগস্ট সকালে মাগুরা সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওইদিন বিকেলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে মাগুরায় নিজ বাড়িতে ফিরে এসে তিনি মারা গেছেন।’
এর আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ৩ আগস্ট মাগুরার সদর উপজেলার পুটিয়া গ্রামে জয়ন্তী বিশ্বাস (৩২) নামে এক গৃহবধূ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান।