Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১২ জেলায় অপঘাতে ২৭ জনের মৃত্যু


১৫ আগস্ট ২০১৯ ২১:১৫

দেশের ১২টি জেলায় অপঘাতে ২৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক ঘটনায় এসব মৃত্যু হয়।

ফেনী: ফেনীতে পিকনিকের বাস দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। ফেনী জেলার লেমুয়ায় কক্সবাজারগামী একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই ৬ ও ঢাকায় নেওয়ার পথে দুইজনের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফেনী মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহজাহান খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে নিহত দুই জনের নাম-পরিচয় জানতে পেরেছে পুলিশ। এরমধ্যে একজনের নাম শাহাদাত হোসেন, তার বাড়ি ফেনীর ছাগলনাইয়ায়। অপরজন সুজন মিঞা, তার বাড়ি ঢাকার বিক্রমপুরে।

আহতরা হচ্ছেন- বিক্রমপুরের অপু (৩৫), মাদারীপুরের রিপন (৩০), নারায়নগঞ্জের মুন্না খান (৩০), মিরপুরের শামীম (৩০), ইকবাল (৩৮) , ফয়সাল (১৪), আক্তার (২২), রানা (২০), জাকির (২৬), সুমন (২২), মাহমুদুল হাসান, শুভ (১৮), দুলাল (১১), রিপন শেখ (৪০), নাজমা বেগম (৪০), নাঈমা ২৪), আশা (১৭) রোখসানা (১৪), সকিনা (৭৫), আয়েশা আক্তার, দুলারী, রুমা বেগম ও নান্নু মিয়া। তারা সবাই ঢাকার মিরপুর ও নারায়ণগঞ্জের আদমজি এলাকার ব্যবসায়ী, চাকরীজীবী ও গার্মেন্টস শ্রমিক।

আহতের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। নিহতদের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা আওয়াল।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১২টার দিকে কটিয়াদী উপজেলার ভৈরব-কটিয়াদী মহাসড়কে আচমিতা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় মৃতরা হলেন- সিএনজি অটোরিক্সা চালক তোফাজ্জল হোসেন (৩০), কাদির (৩৫) ও ওমর (৪০)। আহতরা হলেন- পরিমল, সিরাজ, গিয়াস উদ্দিন ও মতি। হতাহতদের প্রায় সবার বাড়ি ইটনা উপজেলায়।

কটিয়াদী হাইওয়ে থানার কর্মকর্তা নাসির উদ্দিন সারাবাংলাকে জানান, ঘাতক ট্রাকটি ঘটনার পরপরই আটক করা হয়েছে। তবে ট্রাকচালক পলাতক রয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নওপাড়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩২ জন। এদের মধ্যে ১৩ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের নওপাড়ায় তুহিন পরিবহনের একটি বাসের সঙ্গে লোকাল বাসের সংঘর্ষ এই ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- লোকাল বাসটির চালক নগরকান্দা উপজেলার রওশন ফকির (৩৫) ও যাত্রী রাজবাড়ী সদরের মীরা কুন্ডু (৬০)। অপর একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পাহাড় থেকে প্রাকৃতিক ঝর্ণার পানিতে পড়ে গভীরে তলিয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। মৃত তরুণের নাম মেহেদী হাসান।

নিখোঁজের আড়াই ঘণ্টা পর বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে মেহেদীর মরদেহ ডুবুরিরা উদ্ধার করেছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১১টার দিকে মিরসরাইয়ের বড় কমলদহ এলাকার রূপসী ঝর্ণায় বেড়াতে গিয়ে পা পিছলে পাহাড়ের ওপর থেকে পড়ে যান এই তরুণ।

এদিকে, চট্টগ্রাম নগরীর ফয়’সলেক বিনোদন কেন্দ্রের এক রেস্টুরেন্ট কর্মী আগুনে পুড়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের বায়েজিদ বোস্তামি জোনের সহকারী কমিশনার পরিত্রাণ তালুকদার।

মৃত মানিক মিয়া (২৯) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার আব্দুল খালেকের ছেলে। চট্টগ্রাম নগরীর ফয়’সলেকে চিড়িয়াখানার পেছনে তার বাসা।

ময়মনসিংহ: ময়মনসিংহে সিএনজি অটোরিক্সা ও বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে ময়মনসিংহের ঢাকা-হালুয়াঘাট মহাসড়কের ফুলপুরের ইমাদপুর মোদক বাড়ি নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় মৃতরা হলেন- শেরপুরের কালিবাড়ী চেঙ্গুরিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে জায়েদ (৬) এবং ময়মনসিংহের শম্ভুগঞ্জের সিরাজ (৪৫)। আহতরা হলেন- তামান্না

(২৬), বেগম (৩৫) ও মালেকা (৩০)। এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, ময়মনসিংহে ডাকাতিতে বাধা দেওয়ার সময় ডাকাতের অস্ত্রের আঘাতে এক নাইটগার্ডের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক নাইটগার্ড।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভোরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর মোড় বাজারে এই ঘটনা ঘটে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে পিক-আপ ভ্যানের চাপায় ইসতিয়াক আহমদ (১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে সখীপুর-হাঁটুভাঙ্গা সড়কের বোয়ালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত ইসতিয়াক আহমদ সরকারি মুজিব কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

যশোর: যশোর সদর উপজেলার বসুন্দিয়া পুলিশ ক্যাম্পে নিজ অস্ত্র দিয়ে গুলি করে মকদুম আলী (৫১) নামে এক আনসার সদস্য আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভোরে ফজরের নামাজ শেষ করে ক্যাম্পের ভেতরেই তিনি আত্মহত্যা করেন।

নিহত মকদুম আলী টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার বিলঅমুলা গ্রামের বাসিন্দা। দেড় মাস আগে তিনি বসুন্দিয়া ক্যাম্পে যোগ দিয়েছিলেন।

খবর পেয়ে পুলিশ সুপার মঈনুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া যশোর আনসার ব্যাটালিয়নের কমান্ডিং অফিসারও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের পরিবারের সদস্যদের তার মৃত্যুর খবর জানানো হয়েছে। মরদেহের ময়নাতদন্ত শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

নওগাঁ: নওগাঁয় নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে সাইফুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে নওগাঁ জেলার রাণীনগরে বাঁশবাড়িয়ার পৌতাপাড়া মুক্তিযোদ্ধা সেতুর পাশের পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। রাণীনগর থানার এসআই শহিদুল ইসলাম সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত সাইফুল ইসলাম উপজেলার পৌতাপাড়া গ্রামের মৃত এলাহী আকন্দের ছেলে।

ভোলা:  ভোলায় ট্রাকচাপায় পারভেজ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। পারভেজ ভোলা-ইলিশা সড়ক এলাকার বাসিন্দা সাহাবুদ্দিনের ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে ভোলা-ইলিশা সড়কে ভোলাগামী একটি ট্রাকের চাপায় শিশুটির মৃত্যু হয়। ইলিশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রতন কুমার শীল বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ দুর্ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকসহ চালক ফিরোজকে আটক করেছে।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে যাত্রীবাহী চারটি বাসের চতুর্মুখী সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ দুর্ঘটনায় আহত ৩০ যাত্রীকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

গোপালগঞ্জ: গোপালগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় তুহিন মোল্লা (৩২) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী সাখি বেগম (২৫)।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার গোপালপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) প্রকাশ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহত সাখিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এসআই প্রকাশ।

ব‌রিশাল: ব‌রিশালে বা‌সচাপায় আবুল হাসানাত রাসেল নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক মোটরসাইকেল আরোহী।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার নতুনহাট এলাকায় একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে এই দুর্ঘটনাটি ঘটে। বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিবাকর চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

১২ জেলায় ২৭ মৃত্যু অপঘাতে মৃত্যু সড়ক দুর্ঘটনা হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর