বাগমারায় নিহত ছয়জন একই পরিবারের
১৮ আগস্ট ২০১৯ ১৭:৩৫
কুমিল্লা: কুমিল্লার বাগমারা এলাকায় বাসচাপায় নিহত ছয়জন একই পরিবারের সদস্য। ঈদের ছুটি শেষে তারা সিএনজিচালিত অটোরিকশায় ফিরছিলেন।
রোববার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে লালমাই উপজেলার বাগমারায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ছয়জনই একই পরিবারের সদস্য। জসিম উদ্দিনের (৪৫) বাড়ি নাঙ্গলকোট উপজেলার ঘোড়া ময়দান গ্রামে। কুমিল্লার গোয়ালপট্টি এলাকার বন্দন হোটেলের মালিক তিনি। ঈদের ছুটি শেষে তিনি মা, স্ত্রী ও সন্তানদের নিয়ে গাঙচরে ফিরছিলেন।
বাসচাপায় জসিম উদ্দিন (৪৫), তার স্ত্রী সেলিনা বেগম (৪০), জসিমের শাশুড়ি সকিনা বেগম (৭০), জসিমের ছেলে শিপন (১৭) ও হৃদয় (১৫) এবং মেয়ে নিপু আক্তার (১৩) নিহত হন।
নিহত হয়েছেন অটোরিকশার চালক জামাল হোসেনও (৩৫)। তার বাড়ি নাঙ্গলকোট উপজেলার করপতি এলাকায়। তার বাবার নাম জিতু মিয়া।
দুর্ঘটনায় আহত দু’জন— জসিমের ছোট ছেলে রিফাত ও নাঙ্গলকোট উপজেলার ঘোড়া ময়দান গ্রামের শাইমুন হোসেনকে (১৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেওয়ার আগে একটি মাইক্রোবাসকে ধাক্কা দিয়েছিল তিশা পরিবহনের বাসটি। মাইক্রোবাসটিকে ধাক্কা দেওয়ার পরেই নিয়ন্ত্রণ হারায় বাসটি।
তারা আরও জানান, কালো রঙের মাইক্রোবাসটিকে ধাক্কা দেওয়ার পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রং সাইডে চলে আসে। এদিকে অতিরিক্ত যাত্রী পরিবহন করায় অটোরিকশাটিও ছিল চালকের নিয়ন্ত্রণের বাইরে। অটোরিকশার চালক সময় পেয়েছিলেন থামিয়ে ফেলার। ব্রেক করে থামিয়ে ফেললে দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।
আরও পড়ুন: কুমিল্লায় বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রীর মৃত্যু