Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ার্ল্ড স্কিলস প্রতিযোগিতায় বাংলাদেশের সূচনা


২৪ আগস্ট ২০১৯ ২১:২২

প্রথমবারের মতো বাংলাদেশ গ্লোবাল স্কিলস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড স্কিলস কম্পিটিশন-২০১৯-এ অংশ নিয়েছেন বাংলাদেশের ২ প্রতিযোগী। তারা হলেন তানজিম তাবাসসুম ইসলাম ও নাফিসা সাদাফ আঁচল। কনফেকশনারি ক্যাটাগরিতে তানজিম তাবাসসুম ও ফ্যাশন ডিজাইনিং এ নাফিসা সাদাফ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) চার দিনব্যাপী ৪৫তম ওয়ার্ল্ড স্কিলস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে বিশ্বের ৬৩টি দেশের ১৩৫৪ জন প্রতিযোগী। বর্ণাঢ্য এই আয়োজনে আরও জড়ো হয়েছেন ৩ হাজার ৫শ স্বেচ্ছাসেবী, ১৩শ বিশেষজ্ঞ ও ২ লাখ দর্শনার্থী।

বাংলাদেশি বহরে রয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য-সচিব মো. নজিবুর রহমান। ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অর্থরিটি (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান ও সচিব মো. ফারুক হোসেন, এনএসডিএ সদস্য রেজাউল করিম।

রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদ শুক্রবার সন্ধ্যায় ওয়ার্ল্ড স্কিলস কম্পিটিশন-২০১৯-এর উদ্বোধন করেন ও ভাষণ দেন। বক্তৃতায় তিনি আশা জানান, বহুজাতিক মেলবন্ধনের এই আয়োজনে প্রতিযোগীরা ভবিষ্যৎ, উদ্ভাবন ও অনুপ্রেরণার জন্য কাজ করবেন।

প্রসঙ্গত, বাংলাদেশি দুই প্রতিযোগি গত বছর সারাদেশে অনুষ্ঠিত রাইজিং স্টার কম্পিটিশন থেকে নির্বাচিত হন।

ওয়ার্ল্ড স্কিলস কম্পিটিশন-২০১৯ কাজান বাংলাদেশি প্রতিযোগী রাশিয়া


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর