ডেঙ্গু জ্বরে গাজীপুরের স্কুলছাত্রের মৃত্যু
২৭ আগস্ট ২০১৯ ২১:৫৮
গাজীপুর: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গাজীপুরের সামন্তপুর এলাকার মেহেদী হাসান জিসান নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জিসান গাজীপুরের ছোট দেওড়া অগ্রনী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। তার বাবার নাম বিল্লাল হোসেন ফকির।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ২১ আগস্ট ডেঙ্গু জ্বরে আক্রান্ত জিসানকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পাঁচদিন চিকিৎসার পর গুরুতর অবস্থায় চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই মঙ্গলবার সকালে মৃত্যু হয় তার।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত এই হাসপাতালে ৪৮৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ১৮ জনকে। মঙ্গলবার দুপুর পর্যন্ত এই হাসপাতালে ভর্তি রয়েছে ৩১ জন।