Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসচাপায় নারীর পা বিচ্ছিন্ন: চালককে আটক করেছে পুলিশ


২ সেপ্টেম্বর ২০১৯ ১০:৩৩

ঢাকা: রাজধানীর বাংলামোটরে বাস চাপায় বিআইডব্লিউটিসি-এর কর্মকর্তা কৃষ্ণা রায় চৌধুরীর পা হারানোর ঘটনায় প্রধান আসামি বাসচালক মোরশেদকে আটক করেছে পুলিশ।

রোববার (১ সেপ্টেম্বর) দিনগত রাতে  রাজধানীর মিরপুরের কাজীপাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা মেট্রো (উত্তর)-এর সদস্যরা।

এবার বাসচাপায় বিআইডব্লিউটিসি’র নারী কর্মকর্তার পা বিচ্ছিন্ন

পিবিআই, ঢাকা মেট্রো (উত্তর)-এর পুলিশ সুপার বশির আহমেদ সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।

বশির আহমেদ জানান, গতরাতে মিরপুরের কাজিপাড়া থেকে বাসচালক মোরশেদকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট দুপুর আড়াইটার দিকে অফিস থেকে ব্যাংকে টাকা তুলতে ফুটপাত দিয়ে পায়ে হেঁটে মিচুয়াল ট্রাস্ট ব্যাংকে যাচ্ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার সহকারী ব্যবস্থাপক (অর্থ) কৃষ্ণা রায় চৌধুরী।

এসময় কারওয়ান বাজার থেকে শাহবাগগামী বেপরোয়া গতির ট্রাস্ট ট্রান্সপোর্টের একটি বাস (ঢাকা মেট্টো-ব ১১-৯১৪৫) নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে। এতে বাসের চাকার তলে ওই নারী কর্মকর্তার বাম পায়ের হাঁটুর নিচে থেঁতলে যায়। পরে উদ্ধার করে প্রথমে হলি ফ্যামিলি হাসপাতাল এবং পরে পঙ্গু হাসপাতালে নিলে চিকিৎসকরা পা কেটে ফেলতে বাধ্য হন। বর্তমানে তিনি ওই হাসপাতালের মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন: বাসচাপায় নারীর পা বিচ্ছিন্ন: মালিক-চালকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

আটক টপ নিউজ ট্রাস্ট পরিবহন বাস চালক

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর