বিজ্ঞাপন

বাসচাপায় নারীর পা বিচ্ছিন্ন: মালিক-চালকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

August 28, 2019 | 10:18 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ট্রাস্ট ট্রান্সপোর্টের একটি বাসচাপায় নারীর পা বিচ্ছিন্নের ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে। এতে বাসটির চালক-মালিক এবং হেলপারকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যায় পা হারানো নারীর স্বামী রাধেশ্যাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ

তিনি বলেন, ‘বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে মামলায় শুধু চালক মোরশেদের নাম উল্লেখ আছে। মামলা নং-৩৭। বাকিদের নাম খুব শিগগিরই জেনে যাবো এবং অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান চলছে। এছাড়া বাসটিও জব্দ আছে।’

মামলার বাদী রাধেশ্যাম বলেন, ‘বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগ দিয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেছি। দোষীদের দৃষ্টান্তমূলক শান্তি চাই। যাতে এমন আর কোনো ঘটনা না ঘটে। বাসটির মালিক জরিমানা বাবদ ২ লাখ টাকা দিতে চেয়েছিলেন। আমরা টাকা চাই না, বিচার চাই।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, গতকাল দুপুর আড়াইটার দিকে অফিস থেকে ব্যাংকে টাকা তুলতে ফুটপাত দিয়ে পায়ে হেঁটে মিচুয়াল ট্রাস্ট ব্যাংকে যাচ্ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার সহকারী ব্যবস্থাপক (অর্থ) কৃষ্ণা রায় চৌধুরী। এসময় কারওয়ান বাজার থেকে শাহবাগগামী বেপরোয়া গতির ট্রাস্ট ট্রান্সপোর্টের একটি বাস (ঢাকা মেট্টো-ব ১১-৯১৪৫) নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে। এতে বাসের চাকার তলে ওই নারী কর্মকর্তার বাম পায়ের হাঁটুর নিচে থেঁতলে যায়। পরে উদ্ধার করে প্রথমে হলি ফ্যামিলি হাসপাতাল এবং পরে পঙ্গু হাসপাতালে নিলে চিকিৎসকরা পা কেটে ফেলতে বাধ্য হন। বর্তমানে তিনি ওই হাসপাতালের মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

সারাবাংলা/এসএইচ/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন