Thursday 14 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিনেট থেকে অব্যাহতি চেয়ে ঢাবি উপাচার্যকে শোভনের চিঠি


১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৩৯ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট থেকে অব্যাহতি চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামানের কাছে চিঠি দিয়েছেন ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা চারটার দিকে উপাচার্য কার্যালয়ে গিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কয়েকজন নেতা শোভনের পক্ষে এই চিঠি দেন বলে জানা গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়েল সিনেটে পাঁচজন ছাত্র প্রতিনিধি থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয় গত ২৬ জুন। এতে পাঁচজন ছাত্র প্রতিনিধির মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস সিনেট সদস্য হিসেবে মনোনীত হয়। বাকি তিনজন হলেন- ডাকসু ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানী ও সদস্য তিলোত্তমা শিকদার।

বিজ্ঞাপন

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, ‘শোভনের অব্যাহতিপত্র পেয়েছি। সংশ্লিষ্ট সভায় বিধিমোতাবেক সিদ্ধান্ত নেওয়া হবে।’

আরও পড়ুন

শুধু পদচ্যুতি নয়, শোভন-রাব্বানীর বিচার চায় বিএনপি
শোভন-রাব্বানী পদ পাওয়ার পর ‘মনস্টার’ হয়ে গেছে: প্রধানমন্ত্রী
শোভন-রাব্বানীর পদত্যাগ, ছাত্রলীগের দায়িত্বে নাহিয়ান-লেখক
শোভন-রাব্বানী বানোয়াট গল্প সাজিয়েছে: জাবি উপাচার্য
শোভন-রাব্বানীর জন্য অপেক্ষায় থাকলেন স্বরাষ্ট্রমন্ত্রী
প্রমাণ করুক, আমরাও সরে দাঁড়াবো: শোভন-রাব্বানী

বিজ্ঞাপন

পরিত্যক্ত ঘরে মিলল ৪০ ককটেল
১৪ আগস্ট ২০২৫ ২৩:৩৮

আরো

সম্পর্কিত খবর