Monday 11 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে প্রতীক বরাদ্দ, আনুষ্ঠানিক প্রচারণায় প্রার্থীরা


১৭ সেপ্টেম্বর ২০১৯ ১৮:১২

রংপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপনির্বাচনে বাছাইয়ে যোগ্য প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এরপর আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন ছয় প্রার্থী। তবে প্রথম দিনের প্রচারণায় সশরীরে উপস্থিত ছিলেন না এরশাদপুত্র সাদ এরশাদ, নেতাকর্মীরা তার হয়ে মাঠে নেমেছেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।

বিজ্ঞাপন

এই নির্বাচনে লাঙ্গল প্রতীক পেয়েছেন জাতীয় পার্টির সাদ এরশাদ, ধানের শীষ পেয়েছেন বিএনপি সমর্থিত রিটা রহমান, দেয়াল ঘড়ি পেয়েছেন খেলাফত মজলিসের তৌহিদুর রহমান, আম প্রতীক পেয়েছেন এনপিপি’র শফিউল আলম ও মাছ পেয়েছেন গণফ্রন্টের কাজী মোহাম্মদ শহিদুল্লাহ। এছাড়া স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার পেয়েছেন মটরগাড়ি প্রতীক। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট রেজাউল করিম রেজা প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।

এসময় রিটার্নিং কর্মকর্তা সাহাতাব উদ্দিন প্রার্থীদের উদ্দেশে বলেন, আপনারা এখন থেকে নির্বাচনি প্রচারণা শুরু করতে পারবেন। তবে নির্বাচনি আচরণবিধি মেনে আপনারা সবাই কাজ করবেন, এটা প্রত্যাশা করব।

নির্বাচনি প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পেলে তা নির্বাচন কার্যালয়ে অবহিত করার জন্য সাংবাদিকদের প্রতিও আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তা। পাশাপাশি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা কামনা করেন।

প্রতীক বরাদ্দ পেয়েই প্রচারণা ও নির্বাচনি গণসংযোগে নেমে পড়েন প্রার্থীরা। নির্বাচনে মহাজোটের প্রার্থী সাদ এরশাদ রংপুরে উপস্থিত না থাকলেও তার সমর্থক জাতীয় পার্টির নেতাকর্মীরা লাঙ্গল প্রতীক নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় প্রচারণা শুরু করে। বিএনপির প্রার্থী রিটা রহমান তার প্রচারণা শুরু করেন নগরীর রাধাবল্লভ এলাকা থেকে। বাকি প্রার্থীরাও সবাই শুরু করেছেন নির্বাচনি প্রচারণা। এসময় প্রার্থীরা নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান।

বিজ্ঞাপন

এই আসনে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছিলেন রেজাউল করিম রাজু। তবে দলীয় সিদ্ধান্তে জাতীয় পার্টির প্রার্থী সাদ এরশাদকে সমর্থন দিয়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে এরশাদের আসন হিসেবে পরিচিত রংপুর সদরে মূলত লড়াই হবে লাঙ্গল ও ধানের শীষের।

গত ১৪ জুলাই এরশাদের মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে ১ সেপ্টেম্বর এ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ তারিখ ছিল ৯ সেপ্টেম্বর, বাছাই ১১ সেপ্টেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ আজ ১৬ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণের তারিখ আগামী ৫ অক্টোবর।

উপনির্বাচন প্রচারণা শুরু প্রতীক বরাদ্দ রংপুর ৩ রিটা রহমান সাদ এরশাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর