Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আওয়ামী লীগ ধোয়া তুলসীপাতা— এমন দাবি করিনি’


২৪ সেপ্টেম্বর ২০১৯ ০১:০২

ঢাবি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ ধোয়া তুলসীপাতা— এমন দাবি কখনও করিনি। তবে বিএনপির মতো বিচারহীনতার কালচার আমরা গড়ে তুলিনি। আমাদের নেত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছেন। দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যাল‌য়ের নবাব আলী সি‌নেট ভব‌নে শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে বাংলা বিভা‌গের ৭৩জন শিক্ষার্থীকে মেধাবৃ‌ত্তি প্রদান অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্ত‌ব্যে তি‌নি এ কথা ব‌লেন।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এদেশে বিচারহীনতার সংস্কৃতি চালু করেছিলে। তারা হাওয়া ভবনকে ক্ষমতার বিকল্প কেন্দ্র হিসেবে গড়ে তুলেছিল। হাওয়া ভবন আসলে ছিল খাওয়া ভবন, দুর্নীতি ও লুটপাটের আখড়া। আজ বিএনপি নেতারা দুর্নীতির বিরুদ্ধে নীতি কথা বলেন। এটা যেন ভূতের মুখে রাম নাম।’

সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের অনেক নেতা জেলে আছে, অনেক নেতাকর্মী গ্রেফতারি পরোয়ানা নিয়ে ঘুরছে, আবার অনেক এমপি-মন্ত্রীও দুদকের মামলায় হাজিরা দিচ্ছে। অনেকের বিরুদ্ধে চার্জশিট পর্যন্ত হয়ে গেছে। এদের অনেকে গণভবন এসে প্রধানমন্ত্রীকে জামিনের জন্য অনুরোধ করেছেন। নেত্রী সরাসরি বলে দিয়েছেন, আমি এখানে দুর্নীতির ওকালতি করি না।’

ছাত্রলীগের উদ্দেশে কাদের বলেন, ‘রাজনীতিতে সৌজন্যতা বোধ বিরল প্রাণির মতো হারিয়ে গেছে। এর মধ্যে ছাত্রলীগের নেতৃত্বেও পরিবর্তন এসেছে। বঙ্গবন্ধুর চির বিজয়ী আদর্শের সুনামের ধারা ফিরিয়ে আনতে হব। কোনোভাবেই খারাপ সংবাদের শিরোনাম হওয়া যাবে না।’

বিজ্ঞাপন

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ভিন্ন আদর্শের ভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্ধের সঙ্গেও বঙ্গবন্ধু কন্যার সুসম্পর্ক ছিল। আমরা বেবি মওদুদের কথা অনেকেই জানি- শেখ হাসিনা ও বেবি একসঙ্গে পড়ত। কিন্তু পৃথক দুজনেই পৃথক ছাত্র সংগঠনে ছিলেন। তাদের মধ্যে সেই সময়েরে যে সৌহার্দের সম্পর্ক ছিল সেটা বেবির মৃত্যু পর্যন্তও টিকেছিল। রাজনীতির সঙ্গে সৌজন্য পরায়ণতার প্রকাশ ঘটত তখন। এটা এখনকার ছাত্রনেতাদের জন্য উদাহরণ হতে পারে।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির চেয়ারম্যান এ এফ ফখরুল ইসলাম মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।

আওয়ামী লীগ ওবায়দুল কাদের ধোয়া তুলসীপাতা

বিজ্ঞাপন

সিইসিসহ নতুন ৪ কমিশনারের শপথ
২৪ নভেম্বর ২০২৪ ১৪:১০

আরো

সম্পর্কিত খবর