Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৪১ শিক্ষার্থীর রিট


৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৮:১৯

ঢাকা: আইনজীবী নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণের জন্য হাইকোর্টে রিট করেছেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে উত্তীর্ণ হওয়া ৪১ শিক্ষার্থী।

সোমবার (৩০ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রেজিস্ট্রেশন কার্ড ও ফরম পূরণের সুযোগ দেওয়ার নির্দেশনা চেয়ে এই রিট আবেদনটি করা হয়।

শিক্ষার্থীদের পক্ষের আইনজীবী এ বি এম শাহজাহান আকন্দ মাসুম জানান, আইন বিষয়ে উত্তীর্ণ হওয়ার পরও স্টামফোর্ড ইউনিভার্সিটির ৪১ শিক্ষার্থীকে বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন কার্ড ও ফরম পূরণের সুবিধা দিচ্ছে না। এ কারণে রিট করা করা হয়েছে।

রিট আবেদনে আইন সচিব, শিক্ষা সচিব, বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও স্টামফোর্ড ইউনিভার্সিটির উপাচার্যকে বিবাদী করা হয়েছে।

উল্লেখ্য, এই রিট আবেদনের ওপর শুনানি হবে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন বেঞ্চে।

নির্বাচন পরীক্ষা বার কাউন্সিল

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর