Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাটারি তৈরির কারখানা থেকে ক্যাসিনো মেশিন জব্দ


৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: নারায়ণগঞ্জের বন্দরে অবস্থিত ব্যাটারি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডংজিং লাংজারভিটি ইন্ডাস্ট্রি লিমিটেডের কারখানা থেকে এবার ক্যাসিনো সামগ্রী জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সারাবাংলাকে জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতকরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম।

তিনি জানান, অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক শামীমা আক্তারের নেতৃত্বে একটি অভিযানিক দল অভিযান চালিয়ে ক্যাসিনো মেশিনটি জব্দ করে নিয়ে এসেছে। আমরা এখন প্রতিষ্ঠানটির আমদানি কাগজপত্র যাচাই-বাছাই করা হবে। এরপর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

সহিদুল ইসলাম আরও বলেন, ‘অধিদফতরের আরও দুটি টিম মুন্সিগঞ্জ থেকে দুটি ক্যাসিনো মেশিন জব্দ করেছে। সেই বিষয়েও আমরা যাচাই-বাছাই করছি।’

ক্যাসিনো ক্যাসিনো বিরোধী অভিযান ক্যাসিনো সরঞ্জাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর