Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর-৩ উপনির্বাচনে ভোট বর্জনের আহ্বান


৪ অক্টোবর ২০১৯ ০০:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রংপুর-৩ আসনের উপনির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের ভোট বর্জনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীর দিন ৫ অক্টোবর রংপুর-৩ আসনের উপনির্বাচন না পেছানোয় এমন আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

বুধবার (২ অক্টোবর) ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্তের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অনুরোধ সত্ত্বেও নির্বাচন কমিশন রংপুর-৩ আসনের উপনির্বাচন পিছিয়ে দেয়নি। অথচ ওই দিন শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী। এ কারণে ধর্মপ্রাণ জনগণের ধর্মীয় অনুভূতি রক্ষার্থে স্থানীয়ভাবে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররা ওই নির্বাচন বর্জন করবে।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে কারও কথায় বিভ্রান্ত না হয়ে ওই দিন নির্বাচন বর্জন করার জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের প্রতি ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়।

অ্যাডভোকেট রানা দাশগুপ্ত উপনির্বাচন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ রংপুর রংপুর ৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর