Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁর হাসপাতালে থেকে শিশু চুরি


৬ অক্টোবর ২০১৯ ০০:৩৬

নওগাঁ: নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা মুসা নামে ৬ মাস বয়সী এক শিশুকে চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (৫ অক্টোবর) দুপুরের দিকে নওগাঁ সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। শিশু মুসা সদর উপজেলার মঙ্গলপুর গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে।

শিশুটির মা বৃষ্টি বলেন, ডায়রিয়ার চিকিৎসা নিতে ৩ দিন ধরে মুসা হাসপাতালের শিশুটি বিভাগে ভর্তি ছিল। শনিবার দুপুরের দিকে একজন অপরিচিত মহিলা শিশুটিকে কৌশলে কোলে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা শিকার করে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক মুক্তার হোসেন বলেন, বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। হাসপাতাল থেকে সবরকম তথ্য দিয়ে সহযোগিতা করা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখত অভিযোগ পাওয়া গেছে। সিসি ক্যামেরার ফুটেজসহ যাবতীয় তথ্য বিশ্লেষণ করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নওগাঁ শিশু চুরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর