কলাবাগান ক্রীড়া চক্রের সভাপতি শফিকুল তৃতীয় দফা রিমান্ডে
৬ অক্টোবর ২০১৯ ১৭:৩৭
ঢাকা: রাজধানীর কলাবাগান ক্রীড়া চক্র ক্লাব থেকে অবৈধ অস্ত্র ও নতুন রংয়ের ইয়াবা ট্যাবলেট জব্দের ঘটনায় দায়ের করা মামলায় সংগঠটির সভাপতি ও কৃষক লীগ নেতা মো. শফিকুল আলম ফিরোজকে তৃতীয় দফায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (৬ অক্টোবর) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় রিমান্ডের এ আদেশ দেন। এদিন মাদক মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-২ এর পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন খান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আসামি শফিকুলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
এর আগে গত ২০ সেপ্টেম্বর র্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউছুল আজমের নেতৃত্বে কলাবাগান ক্রীড়াচক্রের অফিস ভবনের ভেতরে অভিযান পরিচালনা করেন। ওই সময় অফিস কক্ষ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোবাইল ফোন জব্দ করে। পরে শফিকুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামি খুবই চালাক প্রকৃতির। তিনি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অবৈধ প্রভাব খাটিয়ে বিভিন্ন ধরনের অপরাধ করে আসছেন মর্মে তথ্য পাওয়া যাচ্ছে। স্থানীয় লোকজনদের জিজ্ঞাসাবাদে জানা যায়, এ আসামি ঢাকার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অস্ত্র, গুলি এবং মাদক ব্যবসাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছেন। আসামি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত মর্মে গোপন সূত্রে জানা গেছে। মামলার প্রাথমিক তদন্তে এ আসামির বিরুদ্ধে আনা অভিযোগের স্বপক্ষে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। আসামির কাছে আরো মাদক দ্রব্য আছে কি না তা উদ্ধারের জন্য এ আসামির দশ দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থণা করেন এ তদন্ত কর্মকর্তা।
এ সময় আসামিপক্ষের আইনজীবী মাসুদ একে চৌধুরীসহ অন্য আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে রিমান্ডের আদেশ দেন।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত কলাবাগান ক্রীড়া চক্রের অভিযানের সময় শফিকুল আলম ফিরোজকে আটক করা হয়। এরপর গত ২১ সেপ্টেম্বর পৃথক দুই মামলায় ১০দিন ও ৩০ সেপ্টেম্বর অস্ত্র আইনের মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।