Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিকের উপর পুলিশের হামলায় ডিআরইউর উদ্বেগ


৭ অক্টোবর ২০১৯ ০৯:০৮

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক কাজী মোবারক হোসেন ও এনটিভি অনলাইনের সাংবাদিক ফখরুল শাহীনের উপর পুলিশের হামলায় উদ্বেগ প্রকাশ করেছে ডিআরই।

রোববার (৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যর্নিবাহী কমিটির পক্ষে সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খান এক বিবৃতিতে এ ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানায়।

এর আগে শনিবার (৫ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে বিয়ের অনুষ্ঠান থেকে বাসায় ফেরার পথে রাজধানীর আজিমপুর বটতলা এলাকায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিক কাজী মোবারক হোসেনের ভাইকে মারধর ও ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করে পুলিশ। এ সময় এনটিভি অনলাইনের স্টাফ করেসপন্ডেন্ট ফখরুল ইসলাম শাহীন এ ঘটনার প্রতিবাদ করলে এবং ছবি তোলার চেষ্টা করলে লালবাগ থানার পরিদর্শক (অপারেশন) আসলাম মোল্লা তাকে চড় মারেন।

সাংবাদিকের ভাইকে মারধর ও ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার ঘটনায় লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) কালাম ও চার কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। কিন্তু আসলাম মোল্লার বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

উদ্বেগ পুলিশ সাংবাদিক হামলা

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর