Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সম্রাটের চিকিৎসায় ৭ সদস্যের মেডিকেল বোর্ড


৮ অক্টোবর ২০১৯ ২১:১৩

ঢাকা: কারাদণ্ডপ্রাপ্ত ও বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের চিকিৎসায় ৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউশন কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় সম্রাটের চিকিৎসা পরবর্তী ফলোআপ রিপোর্ট নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান হাসপাতালের পরিচালক ডাক্তার আফজালুর রহমান।

ডাক্তার আফজালুর বলেন, সকাল থেকে সম্রাটের যেসব পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে সেগুলো রিপোর্ট পজেটিভ। তবে যেহেতু তিনি হৃদরোগে আক্রান্ত, তাই আমরা সাধারণত হৃদরোগের রোগীদেরকে ২৪ ঘণ্টা ফলোআপে রাখি। সে হিসেবে আগামীকাল সকালে তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখনো তার অবস্থা স্থিতিশীল রয়েছে। শঙ্কার কোনো কারণ নেই।

আরও পড়ুন:- সম্রাট মেডিকেল টিমের পর্যবেক্ষণে, অবস্থা স্থিতিশীল

তিনি আরও বলেন, তার চিকিৎসায় ইতিমধ্যে আমরা ৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছি। মেডিকেল বোর্ডের প্রধান আমি থাকছি। বাকিদের মধ্যে রয়েছেন, প্রফেসর মীর জামাল উদ্দিন, এসোসিয়েট প্রফেসর মহসিন আহমেদ, প্রফেসর নাসির উদ্দিন, এসোসিয়েট প্রফেসর কাজী আবুল আজাদ, এসোসিয়েট প্রফেসর আশরাফুল হক সিয়াম এবং সার্জারি ডিপার্টমেন্ট এর প্রধান রাম পদ সরকার।

ইসমাইল চৌধুরী সম্রাট মেডিকেল বোর্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর