Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুদক চেয়ারম্যান ব্যর্থ হয়েছেন: ফজলে নূর তাপস


১৪ অক্টোবর ২০১৯ ১৮:০৩

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি। তিনি আরও বলেন, ব্যর্থতার দায়ে তার চেয়ারম্যান পদ থেকে সরে যাওয়া উচিত।

সোমবার (১৪ অক্টোবর) সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের এনেক্স ভবনের সামনে গণমাধ্যমের সামনে তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের এক সভায় দুদকের কঠোর সমালোচনা করেন এই সংসদ সদস্য। সে প্রসঙ্গে জানতে চাইলে শেখ ফজলে নূর তাপস সাংবাদিকদের এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বেসিক ব্যাংকের মাধ্যমে ফিন্যান্সিয়াল সেক্টরে এবং ব্যাংকিং সেক্টরে যে দুর্নীতি হয়েছে তার মূলে ছিলেন ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু। বিষয়টি সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটির সভায় উঠে আসে। পরবর্তীতে তদন্ত হলে শেখ আবদুল হাই বাচ্চুর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া যায়। যে কারণে সরকার তাকে অপসারণ করে।

বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারিতে অন্তত ৫৬ মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। আমরা লক্ষ্য করেছি, তাতে শুধুমাত্র কর্মকর্তা এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। একটি মামলাতেও আবদুল হাই বাচ্চুর বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দুর্নীতিবিরোধী অভিযান শুরু করেছেন, সেই অভিযানের ধারাবাহিকতায় দুদককে এ বিষয়ে জবাবদিহিতার আওতায় আনা দরকার— বলেন ফজলে নূর তাপস।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বক্তব্যের প্রতিক্রিয়ায় দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘শেখ ফজলে নূর তাপসের বক্তব্য আমরা সমর্থন করছি। দেশের নাগরিক, একজন সংসদ সদস্য বা সচেতন আইনজীবী হিসেবে তিনি এটা চাইতে পরেন।’

বিজ্ঞাপন

ক্রেডিবল এভিডেন্স থাকলে অভিযোগপত্রে আবদুল হাই বাচ্চুর নাম অব্যশই হওয়া উচিত বলে মনে করেন খুরশীদ আলম খান।

দুদক শেখ ফজলে নূর তাপস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর