বাংলাদেশের জলসীমা থেকে আরও ১৪ ভারতীয় জেলে আটক
২২ অক্টোবর ২০১৯ ১৮:০১
বাগেরহাট: বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় ঢুকে মাছ ধরার সময়ে আরও ১৪ জন ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী।
মঙ্গলবার (২২ অক্টোবর) ভোরে মোংলা সমুদ্র বন্দরের কাছে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।
মোংলা নৌঘাঁটির সদস্যরা দুপুরে জেলেদের পুলিশের কাছে হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ ১৯৮৩ এর ২২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:
বাংলাদেশের জলসীমা থেকে আরও ২৩ ভারতীয় জেলে আটক
বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ শিকার, ১৫ ভারতীয় জেলে কারাগারে
ভারতীয় জেলে আটক নিয়ে গোলাগুলি, বিএসএফ সদস্যের মৃত্যুর দাবি
বিজিবি’র ২ মামলায় আটক ভারতীয় জেলে কারাগারে