Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কামরাঙ্গীর চরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু


২৬ অক্টোবর ২০১৯ ১৭:১৬ | আপডেট: ২৬ অক্টোবর ২০১৯ ১৭:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীর চরে নির্মাণাধীণ একটি ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরুক হোসেন (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে হৃদয় (২০) নামের আরেক শ্রমিক।

শনিবার (২৬অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকাল ১০টার দিকে ফারুক হোসেনকে মৃত ঘোষণা করে।

নির্মাণাধীন ভবনের মালিক জাহাঙ্গীর হোসেন জানান, ভবনের তৃতীয় তলায় তারা কাজ করছিল।সকালে নিচ থেকে রড নিয়ে উপড়ে ওঠার সময় বাইরের বৈদ্যুতিক তারের সাথে লাগলে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়।পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফারুক হোসেনকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাানা, মৃত ফারুকের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। মরদেহ মর্গে রাখা হয়েছে।

কামরাঙ্গীর চর নির্মাণ শ্রমিকের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট

বিজ্ঞাপন

সন্তান নিতে চান জয়া আহসান
৫ জুলাই ২০২৫ ২০:১৪

আরো

সম্পর্কিত খবর