Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্ণফুলীতে তেল নিঃসরণ: ৩ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ


২৭ অক্টোবর ২০১৯ ১৭:০৭ | আপডেট: ২৭ অক্টোবর ২০১৯ ১৭:০৮

চট্টগ্রাম ব্যুরো: জ্বালানি তেল ছড়িয়ে কর্ণফুলী নদী দূষণের দায়ে একটি লাইটার জাহাজের মালিককে ৩ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিয়েছে পরিবেশ অধিদফতর। রোববার (২৭ অক্টোবর) পরিবেশ অধিদফতর, চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক নদী দূষণের অভিযোগের ওপর শুনানি শেষে এই আদেশ দিয়েছেন।

দেশ-১ নামে জ্বালানি তেলবাহী লাইটার জাহাজটি নারায়ণগঞ্জের মেসার্স অগ্রগামী শিপিং লাইনসের মালিকানাধীন। প্রতিষ্ঠানটির মালিক মো. নাসির উদ্দিন চট্টগ্রামে পরিবেশ অধিদফতরের কার্যালয়ে শুনানিতে হাজির ছিলেন।

বিজ্ঞাপন

পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক (মেট্রো) সংযুক্তা দাশ গুপ্তা সারাবাংলাকে বলেন, ‘জাহাজের মালিক নিজে শুনানিতে হাজির ছিলেন। শুনানি শেষে জাহাজ মালিককে ৩ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।’

গত শুক্রবার (২৫ অক্টোবর) ভোরে কর্ণফুলী নদীর ডলফিন জেটি-৩ সংলগ্ন এলাকায় লাইটার জাহাজ দেশ-১ এর সঙ্গে সিটি-৩৪ নামে একটি অয়েল ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। এতে দেশ-১ জাহাজের তলা ফুটো হয়ে তেল নিঃসরণ হতে থাকে। ঘটনার পর বন্দর কর্তৃপক্ষ জাহাজ দুটি আটক করে।

জাহাজের তলা ফুটো, তেল ছড়িয়ে পড়েছে কর্ণফুলীতে

বন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, দুর্ঘটনার পর প্রায় ১০ মেট্রিক টন ডিজেল নদীতে ছড়িয়ে পড়ে। এরপর সেগুলো শাখা খালেও ছড়িয়ে পড়ে। শনিবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৮ মেট্রিক টন তেল অপসারণ করা হয়েছে বলে দাবি বন্দর কর্তৃপক্ষের।

সংযুক্তা দাশ গুপ্তা সারাবাংলাকে বলেন, ‘সিটি-৩৪ জাহাজটি নোঙ্গর করা ছিল। দেশ-১ জাহাজটি এসে সেটিকে ধাক্কা দেয়। এরপর দেশ-১ জাহাজের তলা ফেটে যায়। শুনানিতে সিটি-৩৪ জাহাজের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি।’

বিজ্ঞাপন

কর্ণফুলী নদী জাহাজ জ্বালানি তেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর