Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে, আপিলের প্রস্ততি নিচ্ছে আসামিপক্ষ


২৮ অক্টোবর ২০১৯ ২৩:১১

ফেনী: ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত হত্যা মামলার রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) ২১১ পৃষ্ঠার রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করা হয়।

আসামিপক্ষের আইনজীবী কামরুজ্জামান বলেন, রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশের পরে ৬০ দিনের মধ্যে উচ্চ আদালতে আপিলের বাধ্যবাধকতা রয়েছে। আমরা কপি হাতে পেয়েছি, এখন উচ্চ আদালতে আপিল করার প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, আপিল শুনানিতে আমরা ন্যায় বিচার পাব।

গত ২৪ অক্টোবর আলোচিত এই হত্যা মামলায় চার্জশিটে অভিযুক্ত সব আসামিকেই মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এরপর আদালত থেকে ফিরিয়ে আনার পরই কনডেম সেলে পাঠানো হয়েছে আসামিদের।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন:

সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ এসএম সিরাজ উদ দৌলা (৫৭, নুর উদ্দিন (২০), শাহাদাত হোসেন শামীম (২০), কাউন্সিলর ও সোনাগাজী পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম ওরফে মোকসুদ কাউন্সিলর (৫০), সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের (২১), জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন (১৯), হাফেজ আব্দুল কাদের (২৫), আবছার উদ্দিন (৩৩), কামরুন নাহার মনি (১৯), উম্মে সুলতানা ওরফে পপি (১৯), আব্দুর রহিম শরীফ (২০), ইফতেখার উদ্দিন রানা (২২), ইমরান হোসেন ওরফে মামুন (২২), সোনাগাজী উপজেলা আওয়ামলীগের সভাপতি ও মাদরাসার সাবেক সহসভাপতি রুহুল আমিন (৫৫), মহিউদ্দিন শাকিল (২০) ও মোহাম্মদ শামীম (২০)।

এই হত্যা মামলার বাদী নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান। এ মামলায় ১৬ আসামির মধ্যে ১২ জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। প্রায় ৮০৮ পৃষ্ঠার নথিটি গত ২৮ মে ফেনীর জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম জাকির হোসাইনের আদালতে দাখিল করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই)।

গত ৬ এপ্রিল মাদরাসা অধ্যক্ষ সিরাজ উদদৌলার যৌন নির্যাতনের প্রতিবাদ করায় মাদরাসার ছাদে নিয়ে নুসরাতের শরীরে আগুন দেওয়া হয়। ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা যান নুসরাত রাফি। ঘটনার পর ৮ এপ্রিল আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত চার জনকে আসামি করে সোনাগাজী থানায় মামলা করেন নুসরাতের ভাই। নুসরাতের মৃত্যুর পর হত্যাচেষ্টা মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।

নুসরাত হত্যা মামলা রায়ের পূর্ণাঙ্গ কপি


বিজ্ঞাপন
সর্বশেষ

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০

সম্পর্কিত খবর