Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপনগরে সিলিন্ডার বিস্ফোরণ, আহত আরেক শিশুর মৃত্যু


৩১ অক্টোবর ২০১৯ ০৯:৫৪ | আপডেট: ৩১ অক্টোবর ২০১৯ ১১:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর রূপনগরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আহত আরেক শিশু মারা গেছে। তার নাম নিহাদ (৮)। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ছয়।

বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ১ টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহাদের বাবার নাম শরু মিয়া। তাদের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায়। তবে তারা রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় ১২ নম্বর রোডে থাকত। চার ভাইবোনের মধ্যে সবার ছোট নিহাদ। সে ব্রাক স্কুলের ২য় শ্রেণিতে পড়ত।

নিহাদের মামা আনিস মিয়া জানান, ঢাকা মেডিকেলের আইসিইউ-এর ২২ নম্বর বেডে ভর্তি ছিল নিহাদ। তার চোখে আঘাত লেগেছিল। চিকিৎসাধীর রাত একটার দিকে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতাল পুলিশবক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া নিহাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, বুধবার বিকেল তিনটার দিকে রাজধানীর রূপনগরে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

শিশুর মৃত্যু সিলিন্ডার বিস্ফোরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর