Friday 07 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু


৩ নভেম্বর ২০১৯ ২১:২২

চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হলো।

শনিবার (২ নভেম্বর) গভীর রাত দেড়টার দিকে চমেক হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।

মৃত শরীফা আক্তার (৩০) চট্টগ্রাম নগরীর খুলশী থানার ঝাউতলা এলাকার বাসিন্দা মো. ইউসুফ মিয়ার স্ত্রী। তাদের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলায়।

চমেক হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার ডা. ইমন দাশ সারাবাংলাকে বলেন, ‘গত ৩১ অক্টোবর শরীফাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি গৃহবধূ। বাসায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে আনা হয়েছিল। তবে শুরু থেকেই তার অবস্থা সংকটাপন্ন ছিল।’

ডেঙ্গু

বিজ্ঞাপন

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক
৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩৬

আরো

সম্পর্কিত খবর