Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু


৬ নভেম্বর ২০১৯ ১৫:২৩

বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মনিজা বেগম (৪৫) নামে এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বুধবার (৬ নভেম্বর) সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ নিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১৪ জন রোগীর মৃত্যু হলো। মনিজা বেগমের বাড়ি পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রাজবাড়ী গ্রামে। তার স্বামীর নাম মো. কামাল।

হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, গত ২ নভেম্বর দুপুর ২টা ৫৫ মিনিটে মনিজা বেগমকে হাসপাতালে ভর্তি নেওয়া হয়। তিনি ডেঙ্গু আক্রান্ত ছিলেন। তার শারীরিক অবস্থা ছিল আশঙ্কাজনক।

ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আগের চেয়ে অনেক কম বলেও জানান তিনি। হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় চারজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন সাতজন। বর্তমানে চিকিৎসাধীন ১৪ জন।

গত ১৬ জুলাই মাস থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ৯২১ জন রোগী শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

ডেঙ্গু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর