Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রাম-রহিম ভক্তি নয়, আমাদের রাষ্ট্র ভক্তি জোরদার করতে হবে’


৯ নভেম্বর ২০১৯ ১৪:২১

ভারতের সুপ্রিম কোর্ট অযোধ্যার বিরোধপূর্ণ বাবরি মসজিদের জমি নিয়ে চূড়ান্ত রায় ঘোষণা করেছে। শনিবার (৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটার বার্তায় জানিয়েছেন, সুপ্রিম কোর্টের এই রায়ে কোনো পক্ষেরই জয় হয়নি, পরাজিতও হয়নি কোনো পক্ষ। রাম-রহিম ভক্তি নয়, আমাদের রাষ্ট্রভক্তি জোরদার করতে হবে।

এর আগে, অযোধ্যার বিরোধপূর্ণ বাবরি মসজিদের ৫ একর জমি একটি ট্রাস্টের অধীনে হিন্দুদের মালিকানায় দিয়ে দেওয়ার জন্য ভারত সরকারকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। পাশাপাশি মুসলিমদের বঞ্চিত না করে অন্যত্র ৫ একর জমি সুন্নি ওয়াকফ বোর্ডের অধীনে দিয়ে দিতেও সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। সেইখানে তাদেরকে নতুন করে মসজিদ নির্মাণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, বাবরি মসজিদ মামলায় সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়ে নাগরিকদের ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য আহবান জানানো হয়েছে ভারতীয় কংগ্রেসের পক্ষ থেকে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌ জানিয়েছেন, সুপ্রিমকোর্টের এই রায়ে ভারতের ধর্মীয় সম্প্রীতি আরও জোরদার করবে।

ভারতের রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস) এর প্রধান মোহন ভগত বলেছেন, সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায়ে তিনি আনন্দিত।

আরও পড়ুন- বাবরি মসজিদ মামলা: অযোধ্যার বিরোধপূর্ণ জমি পাবেন হিন্দুরা

আরও পড়ুন- বাবরি মসজিদ মামলার রায় আজ, নিরাপত্তার চাদরে ভারত

অযোধ্যা টুইটার নরেন্দ্র মোদি বাবরি মসজিদ ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর