Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উল্লাপাড়ায় উদ্ধার কাজ শুরু, ট্রেন চলাচল স্বাভাবিক


১৪ নভেম্বর ২০১৯ ২১:৪৬

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুর্ঘটনা কবলিত রংপুর এক্সপ্রেস ট্রেনের উদ্ধার কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন আসার পর এ উদ্ধার কাজ শুরু হয়। তবে ইঞ্জিনসহ লাইনচ্যুত ৯টি বগি উদ্ধার করতে কত সময় লাগবে তা কর্তৃপক্ষ জানাতে পারেননি।

উদ্ধার কাজের দায়িত্বে থাকা রেলওয়ের কর্মকর্তা আবু ওসমান সারাবাংলাকে বলেন, ‘কিরো ক্রেন দিয়ে উদ্ধার কাজ শুরু হয়েছে। রাত সোয়া ৮টা পর্যন্ত একটি বগি উদ্ধার করা হয়েছে। তবে সবগুলো বগি উদ্ধার করতে কত সময় লাগবে বলা যাচ্ছেনা।’

বিজ্ঞাপন

এদিকে, দুর্ঘটনার কারণে ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণ বঙ্গের সকল ট্রেন যোগাযোগ বন্ধ ছিলো। তবে রাত সোয়া ৮টার দিকে একটি লাইন ক্লিয়ার করায় চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

আরও পড়ুন- রংপুর এক্সপ্রেসের ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত, ৪টিতে আগুন

দুর্ঘটনার কারণ হিসেবে লাইনম্যানের সিগন্যাল ভুলকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দায়ী করলেও উল্লাপাড়া স্টেশন মাস্টার রফিকুল ইসলাম তা নাকচ করে দিয়েছেন। তার দাবি, কম্পিউটারের মাধ্যমে সিগন্যাল নিয়ন্ত্রণ করা হয়, তাই এতে ভুলের সম্ভাবনা নেই।

উল্লেখ্য, দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে রংপুরগামী রংপুর ট্রেনটি উল্লাপাড়া স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে পড়ে। এরপরই বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ইঞ্জিনে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে তিনটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। দেড়ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করা হয়।

দুর্ঘটনায় ট্রেনের চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় জেলা প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লাপাড়া ট্রেন লাইনচ্যুত রাজশাহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর