অধ্যক্ষকে পানিতে ফেলার মামলায় গ্রেফতার ৫
১৯ নভেম্বর ২০১৯ ১৫:২৩
রাজশাহী: রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে পুকুরের পানিতে ফেলে দেওয়ার মামলায় এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার কররা হয়েছে।
এরা হলেন, মামলার প্রধান আসামি ছাত্রলীগের বহিস্কৃত নেতা কামাল হোসেন সৌরভ, দুই নম্বর আসামি মুরাদ, তিন নম্বর আসামি শান্ত ও ছয় নম্বর আসামি সালমান ওরফে টনি।
সোমবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে রাজশাহী নগরীর বেলপুকুর থানার বিসমিল্লাহ পেট্রোল পাম্প সংলগ্ন মোড় থেকে এদের গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম। এছাড়া সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকা থেকে মামলার সাত নম্বর আসামি রায়হানুল ইসলাম হাসিবকে গ্রেফতার করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার আবু আহমেদ আল মামুন জানান, আসামিদের আত্মগোপনে থাকার খবর পেয়ে এসব অভিযান চালানো হয়।
উল্লেখ্য, গত ২ নভেম্বর রাজশাহী পলিটেকনিক ইন্সটিটউের অধ্যক্ষ ফরিদ উদ্দীন আহমেদকে পুকুরের পানিতে ফেলে দেয় ছাত্রলীগের একদল নেতাকর্মী। পরে ওই রাতেই চন্দ্রিমা থানায় নিজে বাদী হয়ে মামলা দায়ের করেন তিনি। এতে সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত এ ঘটনায় মোট ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।