আড়াই কেজি সোনাসহ বিমানকর্মী আটক
২৩ নভেম্বর ২০১৯ ১৯:১৯
ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই কেজি সোনাসহ বাংলাদেশ বিমানের এয়ারক্র্যাফট টেকনিক্যাল হেলপার মো. মেহেদি হাসানকে আটক করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেনটিভ ইউনিট।
শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউজের সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন।
তিনি জানান, বিকেল তিনটার দিকে আমদানি কার্গো কমপ্লেক্সের বাইরের রানওয়ে এলাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এয়ারক্র্যাফট টেকনিক্যাল হেলপার মো. মেহেদি হাসানের গতিবিধি সন্দেহজনক হওয়ায় প্রিভেন্টিভ কর্মকর্তারা তাকে চ্যালেঞ্জ করে। এর পর তাকে কাস্টমস ব্যাগেজ কাউন্টারে আনা হয়। এক পর্যায়ে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে কোমরে লুকানো অবস্থায় কালো স্কচটেপ মোড়ানো ২টি বান্ডিলে ২২টি সোনার বার পাওয়া যায়। বারগুলোর মোট ওজন ২ কেজি ৫৫০ গ্রাম; যার বাজার মূল্য এক কোটি ৩০ লাখ টাকা।
সাজ্জাদ হোসেন আরও জানান, সোনা বহনকারী বিমানকর্মীকে পুলিশে দেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া, আটককৃত সোনার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ৪ কেজি ৬৪০ গ্রাম সোনা উদ্ধার করা হয়।