ফরিদপুর মেডিকেলে পর্দাকাণ্ড, ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
২৭ নভেম্বর ২০১৯ ১৬:৪১
ঢাকা: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পর্দাকাণ্ডে ছয় জনকে আসামি করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৭ নভেম্বর) অনুসন্ধান কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক প্যাথলজিস্ট ও বর্তমান প্রভাষক ফরিদপুর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের প্রভাষক ডা. এ এইচ এম নুরুল ইসলাম, জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. মিনাক্ষী চাকমা, সহযোগী অধ্যাপক (ডেন্টাল) ও সাবেক তত্ত্বাবধায়ক ডা. গণপাতি বিশ্বাস, জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুন্সী সাজ্জাদ, মুন্সী সাজ্জাদের দুই ভাই মেসার্স আহমেদ এন্টারপ্রাইজের মালিক মুন্সী ফররুখ হোসাইন ও মেসার্স অনিক ট্রেডার্সের আবদুল্লাহ আল মামুন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অবৈধভাবে উচ্চমূল্যে যন্ত্রপাতি কেনার মাধ্যমে সরকারের ১০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।
এরআগে গতকাল কমিশন তাদের বিরুদ্ধে মামলার অনুমোদন দেয়। এদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২০১৪-১৫ অর্থবছরে ১০ কোটি টাকার চিকিৎসার সরঞ্জামাদি ও মালামাল সরবরাহ করে মেসার্স অনিক ট্রেডার্স। ২০১৪ মোতাবেক কার্যাদেশ অনুযায়ী মেসার্স অনিক ট্রেডার্স ২০১৮ সালের ২০ অক্টোবর ১০ কোটি টাকার যন্ত্রপাতি ও মালামাল সরবরাহ করে। যা বাজার মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি। অন্যদিকে প্রয়োজন না থাকা সত্ত্বেও এসব যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে। যা দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে।
এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব দিলোওয়ার বখত সারাবংলাকে বলেন, এটি একটি বহুল আলোচিত ঘটনা। কমিশনের অনুসন্ধানে দুর্নীতির প্রমানাদি বেরিয়ে এসেছে। যার কারণে কমিশন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।