Sunday 08 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬ দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের অবস্থান কর্মসূচি

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৪ ১৯:১৩ | আপডেট: ৪ নভেম্বর ২০২৪ ২১:১৫

মহাখালীর স্বাস্থ্য অধিদফতরের সামনে ৬ দফা দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের অবস্থান কর্মসূচি

ঢাকা: স্বতন্ত্র পরিদপ্তর গঠনসহ ছয় দফা দাবি জানিয়ে রাজধানীতে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ।

সোমবার (৪ নভেম্বর) সকাল ১১টায় মহাখালীর স্বাস্থ্য অধিদফতরের সামনে এ কর্মসূচি পালন করেন বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ।

আন্দোলনরতরা জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী একজন চিকিৎসকের বিপরীতে তিনজন নার্স ও ৫ জন মেডিকেল টেকনোলজিস্ট থাকা প্রয়োজন। দীর্ঘ ১৪ বছরেরও বেশি সময় প্রশাসনিক জটিলতায় মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ কার্যক্রম বন্ধ রয়েছে। বর্তমানে সরকারি চাকরিতে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টদের সংখ্যা মাত্র ৪ হাজার ১০৬ জন, এগুলোর বিপরীতে মোট পদের সংখ্যা ৫ হাজার ৯৭৫টি। তবে চিকিৎসক ও নার্সের বিদ্যমান সংখ্যার অনুপাতে মেডিকেল টেকনোলজিস্টদের সংখ্যা হওয়ার কথা ছিল ৮০ হাজারেরও বেশি।

তারা বলেন, নিয়োগ জটিলতা শেষ হয়ে ২০২৩ সালের ১ আগস্ট নতুন সৃষ্ট পদে ৮৮৯ জনকে নিয়োগ দেয় স্বাস্থ্য সেবা বিভাগ যা প্রয়োজনের তুলনায় নিতান্তই নগণ্য। দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকায় একটি বৃহৎ অংশের সরকারি চাকরিতে আবেদন বয়সসীমা পার হয়ে গেছে। নিজস্ব কোনো দফতর না থাকায় এ জনগোষ্ঠী এক প্রকার হতাশাগ্রস্ত জীবনযাপন করছে।

ছয় দফা দাবিসমূহ:

১. স্বতন্ত্র পরিদপ্তর গঠন করতে হবে।

২. ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড পদমর্যাদা প্রদান করে ডাব্লিউএইচওর আনুপাতিক হারে পদ সৃষ্টি করে দ্রুত নিয়োগ ও অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে।

বিজ্ঞাপন

৩. গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদসৃষ্টি পূর্বক চাকরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে নিয়োগবিধি এবং স্বাস্থ্য সুরক্ষা আইনে অন্তর্ভুক্ত করতে হবে।

৪. ঢাকার ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি)-কে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে বিশ্ববিদ্যালয়সহ সকল আইএইচটিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র জীবিকা পরিকল্পনা গঠন করে বিদ্যমান নিয়োগ বিধি ও অসঙ্গতিপূর্ণ গ্রেড সংশোধন করতে হবে।

৫. মেডিকেল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করতে হবে।

৬. বি ফার্মসহ সকল অনুষদের বি.এস.সি. ও এম.এস.সি. কোর্স চালু করা এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করতে হবে।

এ দিন সকালে পূর্বঘোষণা অনুযায়ী ছয় দফা দাবি আদায়ে প্রথমে আন্দোলনরতরা গুলশান লিঙ্ক রোডে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। এরপরে তারা স্বাস্থ্য অধিদফতরের মূল ফটকে অবস্থান নেয়। পরে সাড়ে ১১টার পর তারা আবারও সড়ক অবরোধ করে। এতে গুলশান থেকে মহাখালী আমতলি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সারাবাংলা/এসবি/এনজে

৬ দফা কর্মসূচি টেকনোলজিস্ট-ফার্মাসিস্ট ঢাকা মেডিকেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর