Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭৭২টি দুর্গম ইউনিয়নের জন্য অপটিক্যাল ফাইবার ক্রয়প্রস্তাব অনুমোদন


২৭ নভেম্বর ২০১৯ ১৯:৫৬

ঢাকা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৮ বিভাগের ৭৭২ দুর্গম ইউনিয়নে ফাইবার অপটিক স্থাপনে অপটিক্যাল ফাইবার ক্রয় প্রস্তাবে অনুমোদন অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (২৭ নভেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। পরে সংবাদ ব্রিফিং এ বৈঠকের বিস্তারিত তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ইউনিয়ন পর্যায়ে নেটওয়ার্ক কানেকটিভিটি স্থাপনের কাজ দ্রুত বাস্তবায়নে কানেকটেড বাংলাদেশ” নামে প্রকল্প গত জুলাই মাসে ডাক ও টেলিযোগাযাগ বিভাগের সামাজিক দায়বদ্ধতা তহবিল ব্যবস্থাপনা কমিটির ৪র্থ সভায় অনুমোদিত হয়।

বিজ্ঞাপন

সরাসরি ক্রয় পদ্ধতিতে রাষ্ট্রীয় মালিকাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড থেকে ৮ হাজার ১০৬ কিলোমিটার অপটিক্যাল ফাইবার কেবল একশত ১০ কোটি ৭৩ লাখ ২৪ হাজার টাকায় কিনবে সরকার। তথ্য ও যোগাযাগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিবি) এ প্রকল্প বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ৩৩ কোটি ৮২ লাখ ৬৭ হাজর ৩৩১ টাকা।

প্রকল্পের কার্যপত্র থেকে জানা গেছে, বিশেষজ্ঞ প্রতিষ্ঠান নিয়োগের জন্য আগ্রহপত্র জারি করা হলে ২৪টি প্রতিষ্ঠান ইওআই দাখিল করে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত ৬টি প্রতিষ্ঠানের মধ্য থেকে পিউসি কর্তৃক নেগোসিয়েশনের ভবত্তিতে সুপারিশকৃত জয়েন্ট ভেনচার অব রামবল ডেনমার্ক এ/ এস, ডেনমার্ক এন্ড ডেভোলেপমেন্ট ডিজাইন কনসালটেন্ট লিমিটেড বাংলাদেশকে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অপটিক্যাল ফাইবার দুর্গম ইউনিয়ন পরিষদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর