Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেনের ভেতর ধূমপান, ৫ যাত্রীকে অর্থদণ্ড


২৯ নভেম্বর ২০১৯ ০৮:৪০

চট্টগ্রাম ব্যুরো: ঢাকামুখী ট্রেনের ভেতর ধূমপান করায় পাঁচ যাত্রীকে অর্থদণ্ড দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে ঢাকার উদ্দেশে চট্টগ্রাম রেলস্টেশন ত্যাগের জন্য অপেক্ষমাণ গোধূলি ট্রেনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এর নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক। অভিযানে চট্টগ্রাম নগর পুলিশ ও রেল পুলিশের কর্মকর্তারাও ছিলেন।

বিজ্ঞাপন

অভিযানে ট্রেনের যাত্রী মোস্তাফিজুর রহমান ও জয় হাসানকে ২০০ টাকা এবং ফরহাদ হোসেন, আবুল কাশেম ও ফরিদ মিয়াকে ৩০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

ম্যাজিস্ট্রেট উমর ফারুক সারাবাংলাকে বলেন, টিকেট ছাড়া ট্রেনে ভ্রমণ এবং ট্রেনের ভেতরে ধূমপানের বিরুদ্ধে অভিযান করেছিলাম। কয়েকজনের কাছে টিকেট পাওয়া যায়নি। তাদের সতর্ক করা হয়েছে। কয়েকজনকে ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে ধূমপানরত অবস্থায় পাওয়া গেছে। তাদের মধ্যে পাঁচ জনকে জরিমানা করা হয়েছে। এছাড়া ট্রেনের যাত্রীদের চলন্ত ট্রেনে ধূমপান করে নারী ও শিশু এবং অধূমপায়ীদের ভোগান্তি তৈরি না করার জন্য সতর্ক করা হয়েছে।

অর্থদণ্ড ট্রেনের ভেতর ধূমপান ভ্রাম্যমাণ আদালত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর