Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় ৪৫ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে টিসিবির পেঁয়াজ


৩ ডিসেম্বর ২০১৯ ১৯:৩৩

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। আপাতত জনপ্রতি সর্বোচ্চ ১ কেজি করে পেঁয়াজ দেওয়া হচ্ছে ক্রেতাদের।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার এই পেঁয়াজ বিক্রি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

তিনি বলেন, প্রথম দিন টিসিবি ডিলার আলমডাঙ্গা উপজেলার মেসার্স কাকুলি ট্রেডার্সের সত্ত্বাধিকারী সিরাজুল ইসলামকে ৪ টন পেঁয়াজ বরাদ্দ দেওয়া হয়। চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে আরও বরাদ্দ পাওয়া যাবে।

টিসিবি পেঁয়াজ বিক্রি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন এনডিসি সিব্বির আহমেদ ও জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম।

চুয়াডাঙ্গা টিসিবি পেঁয়াজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর