সিরিয়ায় হামলায় ১২ শিশুসহ নিহত অন্তত ১৯
৩ ডিসেম্বর ২০১৯ ২৩:০৭
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় রক্তাক্ত একটি দিন গেল। জনবহুল বাজারসহ বিভিন্ন স্থানে বিমান হামলায় দেশটিতে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ১২ জনই শিশু।
সোমবার (২ ডিসেম্বর) এসব হামলা চালানো হয়। যদিও হামলার দায়িত্ব কোনো দল বা গোষ্ঠী স্বীকার করেনি। দ্য হোয়াইট হেলমেটস রেসকিউ গ্রুপ হামলার জন্য সিরিয়ার বাশার আল-আসাদ সরকারকে দায়ী করেছে।
সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলের ইদলিবে দুটি মার্কেটকে লক্ষ্য করে চালানো হয় হামলা। এসব হামলায় অন্তত ৯ জন মারা যায়। মারাত আল-নুমানে হামলায় মৃতদের মধ্যে অন্তত ৪ জন শিশু বলে জানিয়েছে সিরিয়ান আমেরিকান মেডিকেল সোসাইটি।
হামলার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে। একটি ভিডিওতে রক্তাক্ত এক মেয়েকে কাঁদতে দেখা যায়। আঘাতে আহত তারা বাবা বেঁচে আছে কি না সে জানতে চাচ্ছিল।