Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারখানার ভবন ছিল অবৈধ, ঘুমিয়ে থাকায় হতাহত বেশি


৮ ডিসেম্বর ২০১৯ ১৯:০৫ | আপডেট: ৯ ডিসেম্বর ২০১৯ ২৩:৫৯

দিল্লির রাণী ঝাঁসি রোড এলাকায় যে ব্যাগ কারখানায় আগুন লেগেছে, সে ভবনটি অবৈধ ছিল বলে জানিয়েছে দিল্লি ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৪৩ জনের মৃত্যুর কথা নিশ্চিত হওয়া গেছে। চার তলা ওই ভবনের ভেতর প্রায় ১০০ শ্রমিক ঘুমাচ্ছিলেন। ধোঁয়ায় তাদের অধিকাংশের মৃত্যু হয়। খবর এনডিটিভির।

রোববার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় ভোর ৫টার দিকে আনাজ মন্ডি এলাকায় এই ঘটনা ঘটে।

ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) টিম জানায়, বিষাক্ত গ্যাস ও কার্বন মনোক্সাইডের উপস্থিতি তারা খুঁজে পেয়েছেন। বহুতল ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় পুরোটা ধোঁয়ায় ছেয়ে গিয়েছিল।

এনডিআরএফ এর এক ডেপুটি কমান্ডার বলেন, যে কক্ষটিতে সবচেয়ে বেশি শ্রমিক ঘুমিয়েছিল। সেখানে ভেন্টিলেশনের জন্য মাত্র একটি ব্যবস্থা ছিল।

দিল্লি ফায়ার সার্ভিসের পরিচালক অতুল গর্গ বলেন, এই ভবনটিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা বা ছাড়পত্র ছিল না।

কারখানায় আগুন দিল্লি ভবনে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর