Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাস থেকে পড়ে যুবকের মৃত্যু, অভিযোগ যৌন হয়রানি করে পালাচ্ছিল


১১ ডিসেম্বর ২০১৯ ১৪:১৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে শাহ আমানত সেতুর ওপর চলন্ত বাস থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, বাসের ভেতর দুই বোনকে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর নিজেকে রক্ষা করতে ওই যুবক বাস থেকে লাফ দিলে তার মৃত্যু হয় বলে তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন। জিজ্ঞাসাবাদের জন্য দুই বোন ও গাড়ি চালকের সহকারীসহ চার জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে সেতুর ওপর বাকলিয়া থানার অংশে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মৃত মো. ইসমাইল (২৫) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পশ্চিম ডলু গ্রামের নুরুল ইসলামের ছেলে। সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় ইসমাইল দিনমজুরের কাজ করতেন বলে জানিয়েছেন ঘটনাস্থলে যাওয়া বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কারিমুজ্জামান।

এস আই কারিমুজ্জামান সারাবাংলাকে বলেন, ‘ইসমাইল পটিয়া থেকে শহর অভিমুখী বাসের যাত্রী ছিলেন। ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসমাইল বাস থেকে তড়িঘড়ি করে নামছিলেন। এসময় চলন্ত বাসের চাকায় পিস্ট হয়ে তার মৃত্যু হয়েছে। আমরা লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।’

এই ঘটনায় বাস চালকের সহকারী মো. আজিজ সাকিব (২৫) এবং দুই বোন ও বড় বোনের ১৯ বছর বয়সী ছেলেকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘আমরা আজিজসহ আটক চারজনের বক্তব্য নিয়েছি। চারজনের বক্তব্যই প্রায় অভিন্ন। তারা জানিয়েছেন, দুই বোন ও এক বোনের ছেলে পটিয়া থেকে শহরের বাসে ওঠেন। দুই বোনের সামনের আসনে ছেলে বসেন এবং পেছনের সিটে ছিলেন ইসমাইল। সে (ইসমাইল) বারবার পেছন থেকে সামনের সিটের মাঝখানের ফাঁকা জায়গা দিয়ে দুই বোনের গায়ে হাত দিচ্ছিলেন। তারা বিষয়টি সামনের সিটে বসা ছেলেকে জানান। এসময় হট্টগোল শুরু হয়। কেউ কেউ ৯৯৯-এ ফোন দেওয়ার কথা বলেন। কয়েকজন গিয়ে ইসমাইলকে ধরে ফেলেন।’

বিজ্ঞাপন

‘চালকের সহকারীর বক্তব্য হচ্ছে- তিনি দরজার কাছে ছিলেন। বাস যখন সেতুর ওপরে ওঠে, হঠাৎ ইসমাইল দ্রুত এসে দরজা দিয়ে লাফ দেন। এসময় ওই বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। আটক চারজনের বক্তব্য এবং প্রত্যক্ষদর্শী কয়েকজনের কথার মধ্যে মিল পাওয়া গেছে। তবে আমাদের তদন্ত করে দেখতে হবে- তাকে ধাক্কা দেওয়া হয়েছে নাকি ইসমাইল লাফ দিয়ে পড়েছে।’

মৃতের স্বজনদের থানায় আসতে বলা হয়েছে বলে জানান ওসি নেজাম উদ্দিন।

বাস মৃত্যু যৌন হয়রানি সড়ক

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর