Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিলেকোঠার বাসায় ড্রামে নারী, ফ্যানে পুরুষের ঝুলন্ত লাশ


১১ ডিসেম্বর ২০১৯ ২৩:৩৮ | আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯ ০৯:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর মতিঝিলের একটি বাসা থেকে নারী ও পুরুষের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পাঁচতলা ভবনের ছাদের চিলেকোঠার একটি রুম থেকে ফ্যানে ফাঁস দেওয়া অবস্থায় পুরুষ ও ড্রামের ভেতরে নারীর লাশ পাওয়া যায়। মৃত যুবক ওই বাসারই কেয়ারটেকার শহিদুল (৩৫) বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেলেও নারীর পরিচয় জানা যায়নি।

বুধবার (১১ ডিসেম্বর) সাড়ে ৯টার দিকে খবর পেয়ে ফকিরাপুলের কাঁচাবাজার এলাকার ওই ভবনের রুম থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের সহকারী কমিশনার (এসি) জাহিদুল ইসলাম সৌরভ।

তিনি বলেন, রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে গিয়ে দেখা যায়, একই রুমে এক যুবক ফাঁস দিয়ে ঝুলে আছেন। এসময় ড্রামের ভেতরে এক নারীরও মৃতদেহ পাওয়া যায়। তবে এখনও তার কোনো পরিচয় পাওয়া যায়নি এবং তাকে ড্রাম থেকে বের করা হয়নি।

বিজ্ঞাপন

সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থলে আছে। ঘটনার তদন্তে শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

মতিঝিল লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আজ ঢাকার বাতাস সহনীয়
৫ জুলাই ২০২৫ ১০:৩৭

আরো

সম্পর্কিত খবর