Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড: পাঁচ জনের মৃত্যুদণ্ড


২৩ ডিসেম্বর ২০১৯ ১৬:০৭ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯ ১৭:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুরস্কে বসবাসরত সৌদি বংশোদ্ভূত লেখক, সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে পাঁচ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরবের একটি আদালত। সোমবার (২৩ ডিসেম্বর) এই রায় ঘোষণা করা হয়েছে। খবর বিবিসি।

এর আগে, ইস্তাম্বুলের সৌদি কন্সুলেটের ভেতরে শ্বাসরোধ করে খুন করা হয় জামাল খাশোগিকে। পরে তার মৃতদেহ টুকরো টুকরো করা হয়। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছিলেন, পরিকল্পিত হত্যাকাণ্ডের পর সৌদি রাজ পরিবারের একটি বিশেষ বিমানে করে খুনীরা তুরস্ক ত্যাগ করে।

তারপর থেকেই, জামাল খাশোগি হত্যাকাণ্ডে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সংশ্লিষ্ঠতা রয়েছে বলে অভিযোগ তোলা হয়। কিন্তু সৌদি আরবের রাজকীয় প্রশাসনের পক্ষ থেকে কয়েকদফা এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

বিজ্ঞাপন

সৌদি আরবের পাবলিক প্রসিকিউটর এই হত্যাকান্ডকে ‘ভয়াবহ’ উল্লেখ করে অজ্ঞাতনামা ১১ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। সেই মামলার রায়ে সোমবার (২৩ ডিসেম্বর) পাঁচ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালাত।

এছাড়াও, জাতিসংঘের বিশেষ দূত এই হত্যাকাণ্ডকে স্পষ্টতই একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছিলেন।

বিজ্ঞাপন

নাবিল গ্রুপে কাজের সুযোগ
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩৯

আরো

সম্পর্কিত খবর