Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি প্রতিনিয়ত তথ্যসন্ত্রাস করছে: হাছান মাহমুদ


২৫ ডিসেম্বর ২০১৯ ১৭:৩৭

চট্টগ্রাম ব্যুরো : বেগম খালেদা জিয়ার শারীরিক সমস্যা নিয়ে বিএনপি তথ্যসন্ত্রাস করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে পূর্বনির্ধারিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়ার পুরনো শারীরিক সমস্যাকে বড় করে দেখিয়ে বিএনপি প্রতিনিয়ত তথ্যসন্ত্রাস করছে। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রিজভী আহমেদের বক্তব্য তথ্যসন্ত্রাস ছাড়া আর কিছুই নয়।’

বিজ্ঞাপন

এর আগে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন, বিএনপি প্রধান বেগম খালেদা জিয়ার ওপর সরকার চিকিৎসা সন্ত্রাস চালাচ্ছে।

রিজভীর ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় হাছান মাহমুদ বলেন, ‘বেগম খালেদা জিয়ার হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা নতুন নয়। এগুলো নিয়েই তিনি দু’বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। দু’বার বিরোধীদলীয় নেত্রীর দায়িত্ব পালন করেছেন। বিএনপির মতো একটি দলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন।’

সম্প্রতি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া এই নেতা বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা আমাকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়েছেন, আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। তার আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করতে আমি আপ্রাণ চেষ্টা করবো।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ আজ বদলে গেছে। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার স্বপ্নের কথা বলেছেন। আমরা আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশকে সেই স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে চাই। সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ স্বপ্নের ঠিকানায় পৌঁছবে।’

বিজ্ঞাপন

এ সময় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম ও সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান উপস্থিত ছিলেন।

টপ নিউজ তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বিএনপি রুহুল কবীর রিজভী

বিজ্ঞাপন
সর্বশেষ

গোলমরিচ যেভাবে দ্রুত ওজন কমায়
২০ অক্টোবর ২০২৪ ১৫:৫১

সম্পর্কিত খবর