চিলমারী নৌ-বন্দরের সঙ্গে রৌমারীকে যুক্ত করা হবে: নৌ প্রতিমন্ত্রী
২৮ ডিসেম্বর ২০১৯ ১৭:২৭
কুড়িগ্রাম: চিলমারী নৌ-বন্দরের সঙ্গে রৌমারীকে যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি আরও বলেন, নৌ পথে কুড়িগ্রাম জেলা সদরের সঙ্গে রৌমারী ও বাজিতপুর উপজেলার যোগাযোগ সচল রাখতে জরুরি ভিত্তিতে ব্রহ্মপুত্র নদ ড্রেজিং করা হবে।
রৌমারী উপজেলার যাদুরচর উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জুবলি উপলক্ষে শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে আয়োজিত সাবেক শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরও বলেন, ব্রহ্মপুত্র নদ ড্রেজিং করা হলে দরিদ্র কৃষক স্বল্পখরচে নৌ পথে জেলা শহরে পণ্য নিয়ে যেতে পারবেন।
পুনর্মিলনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মজিবুর রহমান বঙ্গবাসী, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, রৌমারী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু।