ঢাকা: রাজধানীর খিলক্ষেত কুড়িল ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে খিলক্ষেত থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সুরতহাল প্রতিবেদনে খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোফাখখারুল ইসলাম এমরান উল্লেখ করেন, বনানীগামী কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাতনামা ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তার গলায় মাফলার প্যাঁচানো ছিল।
প্রাথমিক তদন্তে উপ-পরিদর্শক (এসআই) উল্লেখ করেন, অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা অজ্ঞাত স্থানে তাকে শ্বাসরোধে হত্যা করে লাশটি ফ্লাইওভারের ওপরে ফেলে রেখে যায়। মৃত ব্যক্তির পরনে ছিল চেক ট্রাউজার, ফুল হাতা শার্ট ও নীল রঙের জাম্পার।