ডুবে যাওয়া কার্গো থেকে সরিয়ে নেওয়া হচ্ছে সার
৪ জানুয়ারি ২০২০ ১৭:৫০
মোংলা (বাগেরহাট): মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া এলাকায় ডুবে যাওয়া লাইটার কার্গো থেকে সার সরিয়ে নিতে শুরু করেছে আমদানিকারক প্রতিষ্ঠান।
শনিবার (৪ জানুয়ারি) সকাল থেকে মেসার্স প্রোটন ট্রেডার্সের ৪০ জন শ্রমিক সার অপসারণে কাজ শুরু করে।
গত ১ জানুয়ারি রাতে বন্দরের ফেয়ারওয়েতে লাইব্রেরিয়ান পতাকাবাহী জাহাজ ‘এমভি এন্টিগোনি’ থেকে সার নিয়ে ‘নিউ পারভীন-২’ নামে এই কার্গো জাহাজ মোংলা বন্দরের দিকে যাচ্ছিল। ঘন কুয়াশায় দিক হারিয়ে বন্দর চ্যানেল ফেয়ারওয়ের বাইরে দুর্ঘটনার কবলে পড়ে।
কার্গো ডুবির খবর পেয়ে কোস্টগার্ডের টহলরত সদস্যরা ১৪ জন নাবিককে নিরাপদে সরিয়ে দুবলারচর ক্যাম্পে নিয়ে যান।
এরা হলেন— জামাল হোসেন, আরিফ হোসেন, হাসান শেখ, মানিক শেখ, উজ্জ্বল হোসেন, আরাফাত হোসেন, সালমান মোল্লা, শাহাদাৎ হোসেন, হারুন মোল্লা, জাহাঙ্গীর আলম, রবিন শেখ, মাকিবুল ইসলাম, রফিকুল ইসলাম, ও ইমাম হোসেন।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লে. ইমতিয়াজ আলম জানিয়েছেন, ১৪ জন নাবিককে জাহাজ মালিকের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স প্রোটন ট্রেডার্সের পক্ষ থেকে বলা হয়েছে, কার্গোটি ডুবে যায়নি, ডুব চরে আটকে কাত হয়ে গিয়েছিল। ২শ’ মেট্রিক টন সার অপসারণ করা হলে নিউ পারভিন-২ কার্গোটি চালিয়ে গন্তব্যে নিয়ে যাওয়া যাবে।
এর আগে: মোংলায় কার্গো ডুবি, ১৪ নাবিক উদ্ধার