Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমপিকে নিয়ে নির্বাচনি ক্যাম্প উদ্বোধন: আতিকুলকে শোকজ


৬ জানুয়ারি ২০২০ ১৬:৩৫ | আপডেট: ৬ জানুয়ারি ২০২০ ১৬:৪৮

ঢাকা: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ নোটিশ) দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম। আগামী দুই দিনের মধ্যে তাকে এই নোটিশের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) ডিএনসিসি’র রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেমের সই করা এ নির্দেশনা সংক্রান্ত কারণ দর্শানোর চিঠি আতিকুল ইসলামকে পাঠানো হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন- প্রতীক বরাদ্দের আগেই আতিকুলের নির্বাচনি অফিস উদ্বোধন!

চিঠিতে বলা হয়, আপনি গত রোববার (৫ জানুয়ারি) একজন সংসদ সদস্যকে (এমপি) সঙ্গে নিয়ে উত্তরা নির্বাচনি ক্যাম্প উদ্বোধন করেছেন। বিভিন্ন অনলাইন গণমাধ্যমে রোববারই এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়েছে। সোমবারও দৈনিক পত্রিকাগুলোতে এ খবর প্রকাশ পেয়েছে। একজন সংসদ সদস্যকে দিয়ে নির্বাচনি ক্যাম্প উদ্বোধন সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬-এর বিধি ৫ ও বিধি ২২-এর সুস্পষ্ট লঙ্ঘন। ফলে কেন আপনার বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ২ (দুই) কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানানোর অনুরোধ করা হলো।

এর আগে, ৫ জানুয়ারি সকালে ডিএনসিসিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের উত্তরা শাখার নির্বাচনি অফিস উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুন। তিনি মেয়র প্রার্থীর জন্য দোয়া চান। এ সময় আতিকুল ইসলামও উপস্থিত ছিলেন।

আচরণবিধি লঙ্ঘন আতিকুল ইসলাম কারণ দর্শানোর নোটিশ টপ নিউজ নির্বাচনি ক্যাম্প উদ্বোধন শোকজ নোটিশ

বিজ্ঞাপন

ধর্ষণের অভিযোগে প্রেমিক আটক
১২ এপ্রিল ২০২৫ ২১:০৪

আরো

সম্পর্কিত খবর