Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণের প্রতিবাদে চবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ


৯ জানুয়ারি ২০২০ ১৮:১৬

চট্টগ্রাম ব্যুরো: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিসহ সারাদেশে নারী নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ।

ধর্ষণসহ সকল প্রকার নারী নিপীড়নে বিরুদ্ধে ‘হোক পাল্টা আঘাত’ স্লোগান ধারণ করে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে মিছিল জারুলতলায় শেষ হয়। তাপরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা বলেন, ‘ঢাবি শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় আসামিকে দ্রুততম সময়ের মধ্য বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এছাড়াও শুধু ঢাবি শিক্ষার্থী নয়, বাংলাদেশে সংঘটিত সব ধর্ষণের সুষ্ঠু বিচার করতে হবে। অন্যথায় ধর্ষণের এই অপসংস্কৃতিকে রোধ করা যাবে না।’

ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সদস্য ও চবি সংসদের সাবেক সভাপতি ধীষণ প্রদীপ চাকমার সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক আশরাফী নিতু। বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ফয়েজ উল্লাহ, কেন্দ্রীয় সংসদের সদস্য আতিক রিয়াদ, অনুপ চক্রবর্তী, লাভীব ওয়াহিদ। এছাড়াও চট্টগ্রাম বিভাগীয় বিভিন্ন জেলা সংসদের নেতারা।

এর আগে, সকাল পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শহীদ মিনার সামনে চবি সংসদের উদ্যোগে দুইদিনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক কর্মশালা উদ্বোধন করা হয়। এতে চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক ও কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অভিজিৎ বড়ুয়া কর্মশালা উদ্বোধন ঘোষণা করেন। তারপরে চাকসু ভবনে দ্বিতীয় তলায় কর্মশারা শুরু হয়। এ কর্মশালা চলবে আগামী শুক্রবার (১০ জানুয়ারি) পর্যন্ত।

বিজ্ঞাপন

গত ৫ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণের শিকার হন। ধর্ষণ করার অভিযোগে মজনু নামে একজন গ্রেফতার করে তাকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

চবি ধর্ষণ বিক্ষোভ

বিজ্ঞাপন

জবিতে বিষয় পছন্দের সময় বাড়ল
২৩ এপ্রিল ২০২৫ ১৫:২৬

আরো

সম্পর্কিত খবর