Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমিরাত সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী


১২ জানুয়ারি ২০২০ ১৮:০৫

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতে তিন দিনের রাষ্ট্রীয় সফর উপলক্ষে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে দেশটিতে অনুষ্ঠেয় ‘আবুধাবি সাসটেইনেবল উইক’ ও ‘জায়েদ সাসটেইনেবল অ্যাওয়ার্ড সিরিমনি’সহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

রোববার (১২ জানুয়ারি) বিকেল ৫টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-০২৭’ ভিভিআইপি ফ্লাইটে আবুধাবির উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

বাসসের খবরে বলা হয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, বেসরকারি বিমান চলাচল ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী মো. মাহবুব আলম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। এসময় মন্ত্রিপরিষদ সচিব; সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, কূটনৈতিক কোরের ডিন ও উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী

আবুধাবির স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটটির আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। সেখানে আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান স্বাগত জানাবেন প্রধানমন্ত্রীকে। এরপর মোটর শোভাযাত্রা সহযোগে প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া হবে আবুধাবির সাংরি-লা হোটেলে নিয়ে যাওয়া হবে। সফরে এই হোটেলেই অবস্থান করবেন শেখ হাসিনা।

বিজ্ঞাপন

সংযুক্ত আরব আমিরাত সফরে সোমবার (১৩ জানুয়ারি) সকালে আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠেয় ‘আবুধাবি সাসটেইনেবল উইক’ ও ‘জায়েদ সাসটেইনেবল অ্যাওয়ার্ড সিরিমনি’ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সন্ধ্যায় একটি সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

আরও পড়ুন- মধ্যপ্রাচ্যের দূতদের সম্মেলন আগামী সপ্তাহে, থাকবেন প্রধানমন্ত্রী

পরদিন মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকুম ও আবুধাবির যুবরাত শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল-নাহিয়ানের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এছাড়া আরব আমিরাতের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা প্রেসিডেন্টের স্ত্রী শেখ ফাতিমা বিনতে মুবারক আল কেতবি’র সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে তার। এদিন বিকেলে আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারের হল-১১-তে ‘দ্য ক্রিটিকাল রোল অব উইমেন ডেলিভারিং ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক সাক্ষাৎকার সেশনে অংশ নেবেন শেখ হাসিনা।

তিন দিনের সফর শেষে বুধবার বাংলাদেশ সময় রাতে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

আরব আমিরাত সফর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় সফর সংযুক্ত আরব আমিরাত

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর