শত বাধার মুখেও আমরা শান্ত আছি: তাবিথ
১৪ জানুয়ারি ২০২০ ১২:৩৭
ঢাকা: নির্বাচন কমিশনের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, কোথাও লেভেল প্লেয়িং ফিল্ড নেই। যেখানেই যাই বাধার মুখে পড়ি, তবে শত বাধার মুখে এখনও শান্ত আছি। আমরা শান্তিপূর্ণভাবে মাঠে আছি এবং থাকবো ইনশাল্লাহ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে রাজধানীর উত্তর বাড্ডার ফুজি টাওয়ার থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে পঞ্চম দিনের প্রচারণা শুরুর আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেন, ‘আমরা কোথাও সুষ্ঠুভাবে প্রচারণা চালাতে পারছি না। কোনো লেভেল প্লেয়িং ফিল্ড নেই। যেখানেই যাই প্রতিপক্ষ একতরফা উসকানি সৃষ্টি করে। তবে শত বাধার পরও আমরা এখনও শান্ত আছি।’
তিনি আরও বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের ভূমিকায় কোনোভাবেই সন্তুষ্ট নই। আমরা যেখানেই যাই আমাদের প্রচার-প্রচারণায় বাধা দেওয়া হয়। নির্বাচনি অফিস ভাঙচুর করা হচ্ছে। কিন্তু এসবের পরও কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না।’
সরস্বতী পূজার বিষয়টি গুরুত্বের দেখা উচিৎ: ইশরাক
নির্বাচন কমিশন থেকে নিরাপত্তা দিতে ডিএমপিতে চিঠি দেওয়া হয়েছে, ইসি তো ব্যবস্থা নিচ্ছে তারপরও কি ইসির প্রতি অসন্তুষ্ট— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইসি চিঠি দিয়েছে, কিন্তু এখনও ব্যবস্থা নিতে দেখিনি। আগে ব্যবস্থা নেওয়া হোক, তারপর বলবো ইসির প্রতি সন্তুষ্ট কিনা। এমনকি সেটা আপনারা নিজেরাই দেখতে পাবেন।’
পঞ্চম দিনের নির্বাচনি প্রচারণায় উপস্থিত আছেন- বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক, বিএনপি নেতা আহসান উল্লাহ হাসান, বজলুল বাসিদ আঞ্জু, ২১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এ জি এম শামসুল হক, যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।