Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন বছরে ২৬ হাজার কোটি টাকা মূলধন হারিয়েছে পুঁজিবাজার


১৪ জানুয়ারি ২০২০ ১৬:০০

ঢাকা: নতুন বছরে ২৬ হাজার ১৫৩ কোটি ৩৪ লাখ টাকা মূলধন হারিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। চলতি বছরের ১ জানুয়ারি লেনদেনের শুরুতে ডিএসই’র বাজার মূলধন ছিল ৩ লাখ ৩৯ হাজার ৫৫১ কোটি টাকা। অব্যাহত দরপতনের কারণে মঙ্গলবার তা ৩ লাখ ১৩ হাজার ৩৯৭ কোটি টাকায় নেমে এসেছে। জানুয়ারি মাসে লেনদেন হওয়া ১০ কার্যদিবসের মধ্যে সাত দিনই সূচক ছিল নিম্নমুখী। এই সময়ে ডিএসই‘র প্রধান সূচক কমেছে ৪১৬ পয়েন্ট।

পুঁজিবাজারের সূচক ৫৬ মাসের আগের অবস্থানে

এদিকে টানা দরপতনের কারণে ডিএসই‘র সূচক চার বছর আট মাস আগের অবস্থানে চলে গেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দেশের দুই পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৮৭ পয়েন্ট কমে ৪ হাজার ৩৬ পয়েন্টে নেমে আসে। এটি ২০১৫ সালের ৫ মে‘র পর সূচকের সর্বনিম্ন অবস্থান। ওইদিন ডিএসইর সূচক ছিল ৪ হাজার ১৪ পয়েন্ট। ওইদিনের পর মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক সর্বনিম্ন অবস্থানে নেমে আসে।

মঙ্গলবার ডিএসইতে ৩৫৫টি কোম্পানির ১১ কোটি ৫০ লাখ ৮৮ হাজার ৬৪৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে মাত্র ৩২টির, কমেছে ২৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দাম। দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় মাত্র ২৬২ কোটি ৮১ লাখ টাকা। এছাড়া ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৮৭ পয়েন্ট কমে ৪ হাজার ৩৬ পয়েন্টে নেমে আসে। এটি ২০১৫ সালের ৫মে’র পর একদিন সূচকের সর্বনিম্ন অবস্থান। এর আগে ২০১৫ সালের ৫মে ডিএসইর প্রধান সূচক ছিল ৪ হাজার ১৪ পয়েন্ট। এদিন ডিএসই শরিয়া সূচক ২২ পয়েন্ট কমে ৯০৭ পয়েন্ট, ডিএসইএ-৩০ সূচক ২৬ পয়েন্ট কমে ১ হাজার ৩৬১ পয়েন্টে নেমে আসে।

অন্যদিকে মঙ্গলবার অপর পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৪৪টি কোম্পানির ৬৫ লাখ ৩৭ হাজার ৮১৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে মাত্র ২৭টির, কমেছে ১৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে সিএসইতে ৯ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৭০ পয়েন্ট কমে ১২ হাজার ৩০০ পয়েন্ট নেমে আসে।

পুঁজি বাজার মূলধন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর