Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসএফ’র তাড়ায় প্রাণ হারালেন বাংলাদেশি গরু ব্যবসায়ী


১৫ জানুয়ারি ২০২০ ১৮:৩৬

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তাড়া খেয়ে খয়বর আলী (৪২) নামে বাংলাদেশি এক গরু ব্যবসায়ী মারা গেছেন।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে জিঞ্জিরাম নদে তার মরদেহ ভেসে ওঠে। এর আগে ভোর থেকে তিনি নিখোঁজ ছিলেন। খয়বরের বাড়ি দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা গ্রামে। তার বাবার নাম নজির হোসেন।

স্থানীয়রা জানান, দাঁতভাঙ্গা সীমান্তের ১০৫৭ নম্বর আর্ন্তজাতিক পিলারের কাছে গরু আনতে গিয়েছিলেন বাংলাদেশি অন্তত ১০ গরু ব্যবসায়ী। বিজিবি’র টহল দলের উপস্থিতি দেখে তারা বিভিন্ন দিকে লুকিয়ে পড়েন। খয়বর আলী সে সময় ভুল করে ভারতের সীমানায় ঢুকে পড়েছিলেন। বিএসএফ সদস্যরা ধাওয়া দিলে তিনি প্রাণ বাঁচাতে জিঞ্জিরাম নদে লাফ দেন।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এসকে আজাদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি সদস্যরা মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করেছে।

বিএসএফ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর