ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দলের ( জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, সংসদে বসে একজন এমপির মুখে ক্রসফায়ার চাওয়ার বিষয়টি সংবিধানবিরোধী, এটি বেআইনি।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। দলের জাতীয় কাউন্সিল পরবর্তী বিষয়াদি জানানে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
রব বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে ভয়াবহ অর্থনৈতিক কর্মকাণ্ড বিস্তার করার কারণে সমাজের মৌলিক মূল্যবোধ ধসে গেছে।’
জাসদ সভাপতি বলেন, ‘একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আমরা যুদ্ধ করেছিলাম। কিন্তু নির্বাচন কমিশন সরস্বতী পূজার দিন নির্বাচন ও ইভিএম জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে। যা অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনার ওপর আঘাত।’
রব বলেন, ‘জনগণের সম্মতি ও সমর্থন ছাড়াই ভোট ডাকাতি করে রাষ্ট্রক্ষমতায় থাকা যায়। সে রাষ্ট্র নৈতিক ও মানবিক রাষ্ট্র হবে না। আমরা এ অবস্থার অবসান চাই। শাসক ও শাসন ব্যবস্থার পরিবর্তন চাই।’
দলের কাউন্সিল বিষয়ে রব বলেন, ‘আমাদের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। কিছুদিনের মধ্যে ২০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সানোয়ার হোসেন তালুকদার, জাসদ নেতা আ স ম আবদুর রব, জাসদের কার্যকরী সভাপদি মো. সিরাজ মিয়াসহ অন্যরা।